কুমিল্লা বোর্ডের অধীনে ২018 সালের এইচএসসি পল্লীশিপ সম্প্রতি প্রকাশিত হয়েছে। বামনী ডিগ্রি কলেজের মোট ২70 জন প্রার্থী এই বছরের পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে 245 টি স্বেচ্ছাসেবক সফল হয়েছেন এবং মাত্র ২5 জন শিক্ষার্থী ব্যর্থ হয়েছে। পাসের শতকরা 90.74 শতাংশ। যতদূর জানি আমি বৃহত্তর নোয়াখালী জেলার মধ্যে পাসের সর্বোচ্চ শতাংশ। এটি উল্লেখ করা যেতে পারে যে বোর্ডের শতাংশ 65.42। বিজনেস স্টাডিজ গ্রুপের মাহিদুল হাসান একটি ছাত্র জিপিএ -5 পেয়েছে। সভাপতিত্বকারী এবং গভর্নিং বডি সদস্যদের পক্ষে সফল প্রার্থী ও তাদের পিতা-মাতার অভিনন্দন। বঙ্গীয় ডিগ্রি কলেজের সকল শিক্ষক, অভিভাবক ও শুভাকাঙ্খীকেও অভিনন্দন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস